জয়দীপের শতক, চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ এখন শুধু সময়ের অপেক্ষায়

স্ফুলিঙ্গ:- ৩৪৮/৫(৫০)

শতদল:- ১৭০/১০(৩৩.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।শেষ ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ে স্ফুলিঙ্গের ক্রিকেটাররা কতটা তেতে ছিলেন এর আভাষ পাওয়া গেলো শনিবার। এম বি বি স্টেডিয়ামে। এদিন জয় পাওয়ায় খেতাব অনেকটা নিশ্চিত হয়ে গেলো। শেষ ম্যাচেও হারলো শুধু রান রেট ভালো রাখতে হবে স্ফুলিঙ্গকে। আপাতত এককভাবে শীর্ষে রয়েছে দীপক ভাটনগরের দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এদিন স্ফুলিঙ্গের গড়া ৩৪৮ রানের জবাবে শতদল সঙ্ঘ মাত্র ১৭০ রান করতে সক্ষম হয়। স্ফুলিঙ্গ জয় পায় বিশাল ১৭৮ রানে। দলের ওপেনার জয়দীপ বনিক জূবনের সেরা ইনিংস খেলেন এদিন। করেছেন ১৪৪ রান। মূলত জয়দীপের দুরন্ত ব্যাটিংয়ের কঁাধে ভর দিয়ে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাহাড় সমান ৩৪৮ রান করে। দ্বিতীয় উইকেটে জয়দীপ এবং রাজ্যের উদীয়মান প্রতিভা শ্রীদাম পাল ১১১ রান যোগ করে দলকে বড় স্কোর গড়াতে সাহায্য করেন। পরে মণিশঙ্কর মুড়াসিং এর ঝড়ো ব্যাটিং দলকে বড়স্কোর গড়িয়ে দেন। দলের পক্ষে জয়দীপ বনিক ১৪৭ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৪, শ্রীদাম পাল ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, মণিশঙ্কর মুড়াসিং ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০, বিক্রম কুমার দাস ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং অভিজিৎ সরকার ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। শতদল সঙ্ঘের পক্ষে বিজয় রায় (‌২/‌৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় শতদল সঙ্ঘ। দল ৩৩.‌৫ ওভার ব্যাট করে মাত্র ১৭০ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে সৌরভ দাস ৩৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪১,পবন চান্ডেল ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, সাদাব খান ১৮ বল খেলে  ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২,দীপায়ন দেববর্মা ৩৫ বল খেলে ১৬ এবং বিজয় রায় ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌৪/‌৪৪), অজয় সরকার (‌৩/‌৩২) এবং চিরঞ্জীৎ পাল (‌২/‌৫৪) সফল বোলার।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *