ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব। ২৭ রানে পরাজিত করলো উদয়পুর বোলসকে। কমলপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেটে। কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে রোহিত রক্ষিত ৩০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ (অপ:), প্রীয়াঙ্কুশ পাল ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২, রাহুল সিনহা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অখিল ওমর চৌধুরি ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। উদয়পুর বোলসের পক্ষে দলনায়ক বিক্রম দাস (২/২৫) এবং অরিজিৎ এস কে ডি (২/৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে উদয়পুর বোলস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অথর্ব সিং ৫৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৬, বি চৌধুরি ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, বিনায়ক এস ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং ধীরাজ পাল ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের পক্ষে মৌসুম দাস (২/১৫) এবং প্রীয়াংশু পাল (২/২৫) সফল বোলার।
2023-03-11