উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীকে তলব সিবিআইয়ের, বড় কথা বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পাটনা, ১১ মার্চ (হি.স.): বিহারে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি কাণ্ডে চাপ বাড়াচ্ছে ইডি, সিবিআই।শুক্রবার লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে ইডি হানা হওয়ার পর, শনিবার উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-কে তলব করেছে সিবিআই।

চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি দখল দুর্নীতি ইস্যুতে লালু পুত্র তেজস্বীকে সমন করে সিবিআই।বিহারের বিরোধী নেতা ও তাঁর ডেপুটিকে সিবিআই তলব নিয়ে বলতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বললেন, ” ২০১৭ সালে যখন আমরা (জেডিইউ, আরজেডি) একসঙ্গে সরকার চালাচ্ছিলাম, তখনও বিভিন্ন জায়গায় তল্লাশি হানা চালানো হচ্ছিল। এখন আমরা আবার এক হয়ে সরকার গড়েছি। তাই আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *