রাষ্ট্রপতি ভবনে অ্যান্টনিকে উষ্ণ অভিবাদন, বললেন ভারত ও অস্ট্রেলিয়া দারুণ বন্ধু

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভিবাদনে অভিভূত হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজকে।

রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অথিথেয়তায় অভিভূত হয়ে অ্যান্টনি বলেছেন, আমরা ভারতের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই এবং সংস্কৃতি, অর্থনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক গড়ে তুলতে চাই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, এখানে উষ্ণ অভ্যর্থনার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। অস্ট্রেলিয়া ও ভারত দারুণ বন্ধু। আমরা অংশীদার এবং আমরা সেই অংশীদারিত্বকে প্রতিদিন আরও শক্তিশালী করে গড়ে তুলছি।