থানে, ১০ মার্চ (হি.স.) : বৈদ্যুতিন ট্রান্সফরমার ফেটে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার মুম্বই থানের শিলফাটা এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছেছে থানে পুরসভা কর্পোরেশন এলাকার দমকলের ইঞ্জিন। এদিন বিস্ফোরণের জেরে চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

