পুনরায় চিনের প্রেসিডেন্ট নির্বাচিত শি জিনপিং, এই নিয়ে পরপর তৃতীয়বার

বেজিং, ১০ মার্চ (হি.স.): গত বছরের অক্টোবরেই ঘোষণা হয়েছিল। আমৃত্যু চিনের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন শি জিনপিং। সব জল্পনা উড়িয়ে তখনই সিলমোহর পড়ে গিয়েছিল। জিনপিংকে এবার সরকারীভাবে তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদের দায়িত্ব দেওয়া হল। ২০১৩ সালে প্রথমবার চিনের প্রেসিডেন্ট পদে বসেছিলেন তিনি।

মাও সে তুংয়ের পর জিনপিংই চিনের সবচেয়ে ক্ষমতাশালী ও জনপ্রিয় প্রেসিডেন্টের তকমা পেয়েছেন। পাশাপাশি তিনি আগেই চিনের কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হয়েছেন। চতুর্দশতম ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে চিনের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন শি জিনপিং।