আগুনে পুড়ে ছাই সাতটি দোকান, ক্ষতিগস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে গেলেন মেয়র

আগরতলা, ১০ মার্চ (হি.স.): গত বুধবার নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ৭টি দোকান পরিদর্শনে গিয়েছেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার। আজ ক্ষতিগস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেছেন তিনি। এদিকে,  আজ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্তও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিয়েছেন। 

এদিন তিনি সাংবাদিকদেরর মুখোমুখি হয়ে বলেন,নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে কিছু দুষ্কৃতিরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে বুধবার রাতে রাজধানী চন্দ্রপুর বাজারে ৭টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি দাবি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের প্রসাশন উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক। সাথে তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিন তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, সরকার তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করছে। বিশেষ করে আগামীদিনে এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।