নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): দিল্লির ত্রিলোকপুরীতে ভয়াবহ আগুন লাগল বস্তিতে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিভলেও, উদ্ধার হয়েছে এক পুরুষের অগ্নিদগ্ধ দেহ। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত দুটো নাগাদ ত্রিলোকপুরীর ব্লক নম্বর ১৫-র কাছে বস্তিতে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, উদ্ধার হয়েছে এক পুরুষের অগ্নিদগ্ধ দেহ। কিভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।