ভারতীয় চলচ্চিত্রে সতীশ কৌশিকের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে : অমিত শাহ

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও কৌতুকশিল্পী সতীশ কৌশিকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্র ও শৈল্পিক সৃষ্টিতে সতীশ কৌশিকের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মনোরঞ্জন করেছিলেন আট থেকে আশির, সতীশ কৌশিকের প্রয়াণে শোক বলিউডে।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৬ বছর বয়সেই জীবনাবসান হয়েছে কৌতুকশিল্পী সতীশ কৌশিকের। বৃহস্পতিবার ভোরে মেলে তাঁর মৃত্যুসংবাদ। অভিনয়ের জাদুতে হাসিয়েছিলেন ৮ থেকে ৮০ প্রতিটি বয়সীকে। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তী কালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সলমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।