অমৃতসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমিতে শ্রদ্ধা নিবেদন

অমৃতসর, ৯ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার একদিনের সফরে পঞ্জাবের অমৃতসরে পৌঁছেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই তাঁর প্রথম অমৃতসর সফর। একদিনের সফরে প্রথমে শ্রী হরমন্দির সাহিব এবং তারপর জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা মন্দির এবং ভগবান বাল্মীকি রাম তীর্থ স্থল পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমিতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, কৃতজ্ঞ জাতি সর্বদা সেই সাহসী শহীদদের স্মরণ করবে যারা সর্বস্ব উৎসর্গ করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র শহর অমৃতসর সফরকালে শ্রী হরমন্দির সাহিবে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশের অব্যাহত উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি কামনা করেন। রাষ্ট্রপতিও ভক্তদের সঙ্গে লাঙ্গার-এ অংশ নেন। এদিন দুপুরে অমৃতসর বিমানবন্দরে পৌঁছলে পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভিবাদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *