অমৃতসর, ৯ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার একদিনের সফরে পঞ্জাবের অমৃতসরে পৌঁছেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই তাঁর প্রথম অমৃতসর সফর। একদিনের সফরে প্রথমে শ্রী হরমন্দির সাহেব এবং তারপর জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা মন্দির এবং ভগবান বাল্মীকি রাম তীর্থ স্থল পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
এদিন দুপুরে অমৃতসর বিমানবন্দরে পৌঁছলে পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভিবাদন জানানো হয়।

