পশ্চিম জেলা শাসককে ডেপুটেশন গার্লস প্রাউটিস্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ সমাজে নারীজাতির মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে ও শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে গার্লস প্রাউটিস্ট এর পক্ষ থেকে ১৫ দফা দাবিতে সদর জেলা শাসকের নিকট  বৃহস্পতিবার  ডেপুটেশন প্রদান করা হয়৷ সমাজ ব্যবস্থায় নারী জাতির মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৫ দফা দাবি ভিত্তিতে বৃহস্পতিবার গার্লস  প্রাউটিস্টের পক্ষ থেকে  সদর জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷  প্রতিনিধি দল ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শিক্ষা অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নারীরা উন্নয়নের সঠিক পথে এগিয়ে যেতে পারবেনা৷ আমাদের দেশে পুরুষ এবং নারী প্রায় সম  সংখ্যক৷ অথচ অধিকারের দিক থেকে নারীরা সম্পূর্ণভাবে অবহেলিত বঞ্চিত৷ অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সহ সব ক্ষেত্রেই নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে৷ শিক্ষা ক্ষেত্রেও নারীরা পিছিয়ে৷ সঙ্গে তাদের নারীদের জন্য অধিকার স্বীকৃত থাকলেও সেসব অধিকার সঠিকভাবে ভোগ করতে দেওয়া হচ্ছে না৷ স্বাধীন সার্বভৌমোর আসছে তা কোনভাবেই কাম্য হতে পারে না৷ যতদিন পর্যন্ত শিক্ষা স্বাস্থ্য সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে সমান পর্যায়ে না পৌঁছতে পারবে প্রতিদিন পর্যন্ত দেশ রাজ্য সমাজ এমনকি গোটা বিশ্ব উন্নয়নের সঠিক পথে অগ্রসর হতে পারবেনা৷ সে কারণেই নারী অধিকার সুরক্ষিত করার দাবিতে সদর মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশন ও কোষারকলিপি প্রদান করা হয়েছে৷৷