আগরতলা, ৮ মার্চ (হি. স.) : নতুন অভিজ্ঞতার সাথে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। ত্রিপুরায় বিজেপি ২.0 মন্ত্রিসভায় নতুন সদস্য হওয়ার পর এভাবেই খুশি প্রকাশ করেছেন সুধাংশু দাস। ৫ বছর বিধায়কের দায়িত্ব পালনের পর মন্ত্রীত্বের পদ সামলানোর অনেক পার্থক্য রয়েছে, দাবি করেন তিনি। আজ শপথ নেওয়ার পর সচিবালয়ে নিজ কক্ষে বসে আগামীদিনে ফটিকরায়ের মানুষের পাশাপাশি সমগ্র ত্রিপুরাবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এদিন তিনি ত্রিপুরা মন্ত্রিসভায় সদস্য হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা-কে অশেষ ধন্যবাদ জানান। তাঁর কথায়, বিজেপির সাধারণ কার্যকর্তা থেকে বিধায়ক এবং এখন মন্ত্রী হওয়ার সুযোগ পাওয়া ভীষণ আনন্দিত। পূর্বের তুলনায় দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। তাই, ফটিকরায়ের বাইরে সকলের জন্য কাজ করতে চাইছি।
তাঁর মতে, সফলতার ক্ষেত্রে কঠিন পরিশ্রমের বিকল্প কিছুই নেই। নতুন অভিজ্ঞতা নিয়ে আজ থেকে পথ চলা শুরু হবে। পরিশ্রমের সাথে কাজ করার মানসিকতা রেখে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপনে চেষ্টা করব। তাঁর দাবি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নকে প্রাথমিকতা দিয়েই নতুন দায়িত্ব পালনে ব্রতী হব। ত্রিপুরার অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পৌছে দেওয়ার চেষ্টা করব। তাঁর আশা, জনকল্যাণে সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করব। তাতে সাফল্য মিলবে অবশ্যই।

