চাম্পাই (মিজোরাম), ৮ মার্চ (হি.স.) : মিজোরামের চাম্পাই জেলায় উদ্ধার করা হয়েছে কয়েকটি খাঁচা ভরতি বিরল প্রজাতির টিয়া পাখি এবং বিদেশি জন্তু। পাচারের মুখে উদ্ধার করা হয়েছে ১৩টি ভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং ৪-টি বিদেশি বানর।
মঙ্গলবার রাতে একটি গাড়িতে তালাশি চালিয়ে খোয়াজাউল এলাকা থেকে পুলিশ খাঁচা ভরতি পাখি সহ বানরগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, বন্য জন্তু পাচারের অভিযোগে ভানলাল রায়ন নামের গাড়ি চালক (২৯)-কে গ্ৰেফতার করা হয়েছে।
পুলিশের কাছে আরও জানা গেছে, মায়ানমার থেকে পাচারের উদ্দেশ্যে পাখিগুলোকে প্রথমে মিজোরামের চাম্পাই জেলার খোয়াজাউল গ্রামে নিয়ে আসা হয়। উদ্দেশ্যে ছিল, এগুলিকে মিজোরাম থেকে ভিন্ন রাজ্যে পাচার করা। নির্ভরযোগ্য সূত্রে সেই তথ্য লাভ করে গতকাল রাতেই পুলিশ অভিযানে নেমে একটি গাড়ি থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণীগুলিকে। এ ঘটনায় গাড়িকে বাজেয়াপ্ত করে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলিকে শুল্ক বিভাগে সমঝে দিয়েছে পুলিশ।
2023-03-08