নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আগামী ১০ মার্চ নতুন দিল্লিতে বাঁশ সংক্রান্ত একটি কর্মশালার উদ্বোধন করবেন। এর আগে বৃহস্পতিবার দু’দিনের একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে মন্ত্রক জানিয়েছে। বাঁশ থেকে তৈরি চিরাচরিত এবং আধুনিক উপায়ে উদ্ভাবিত বিভিন্ন পণ্য এতে তুলে ধরা হবে।
ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পজাত বহু পণ্য এই প্রদর্শনীতে জায়গা পাবে। পড়ুয়া, গৃহসজ্জা এবং আসবাবপত্রের ব্যবসায়ী সহ বহু মানুষ এর ফলে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

