নগাঁও (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : নগাঁও জেলার অন্তৰ্গত ডবকায় দুই ড্ৰাগস পাচারকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ৷ আজ মঙ্গলবার ডবকার মোবারকবস্তি এবং ডিফু রোড থেকে আটক করা হয়েছে দুই ড্ৰাগস পাচারকারীকে৷ ধৃত ড্ৰাগস পাচারকারীর হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১০০টি ড্রাগস ভরতি কন্টেইনার।
উদ্ধারকৃত ড্রাগস ভরতি কন্টেইনারগুলি হেরোইন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডবকা পুলিশের হাতে গ্রেফতার দুই মাদক পাচারকারীক্ ডবকার উত্তর আশিনগর গ্রামের যথাক্রমে ইসমাইল আলি এবং মকবুল আলি বলে পরিচয় শনাক্ত হয়েছে। ধৃত দুই মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এক মহিলাকে আটক করেছে পুলিশ। ওই মহিলা তেজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

