পুলিশ এএসআই’র মর্মান্তিক মৃত্যু সড়ক দূর্ঘটনায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ রহস্য জনক ভাবে মৃত্যু বটতলা ফাঁড়ি থানায় কর্মরত এএসআই কমল দেবনাথের৷ ত্রিনাথ মন্দির সংলগ্ণ রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কমল দেবনাথের মৃতদেহ৷ রক্তাক্ত অবস্থায় এএসআই কমল দেবনাথের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷ জানা যায় এএসআই কমল দেবনাথ বটতলা ফাঁড়ি থানায় কর্মরত ছিলেন৷ ওনার বাড়ি রানীরবাজার এলাকায়৷ সোমবার বটতলা ফাঁড়ি থানায় ডিউটি শেষ করে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন৷ পরবর্তী সময় আগরতলা শহরতলির ত্রিনাথ মন্দির সংলগ্ণ রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এএসআই কমল দেবনাথের মৃতদেহ৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কমল দেবনাথকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেন৷ ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মৃত কমল দেবনাথের পরিবারের লোকজন৷ মৃত কমল দেবনাথের পরিবারের এক সদস্য জানান ওনারা খবর পেয়েছেন কমল দেবনাথের বাইককে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে৷ তবে কি গাড়ি কমল দেবনাথের বাইককে ধাক্কা মেরেছে তা ওনারা জানতে পারেননি৷ অপরদিকে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি জানান দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছে একটি গাড়ি কমল দেবনাথের বাইককে ধাক্কা মেরে পালিয়ে গেছে৷ ঘাতক গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *