শিলং, ৭ মার্চ (হি.স.) : মেঘালয় বিধানসভার স্পিকার হতে চলেছেন এনপিপি-র থমাস এ সাংমা। ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকার উত্তর তুরার বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা থমাস এ সাংমাকে মেঘালয় বিধানসভার স্পিকার পদের জন্য সর্বসম্মত প্রার্থী মনোনীত করেছে। বিধানসভার স্পিকার পদে নির্বাচন আগামী ৯ এপ্রিল।
এনপিপি-র অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ মঙ্গলবার বিকালে শিলঙে বিধানসভা সচিবালয়ে মেঘালয় বিধানসভার কমিশনার-সচিব অ্যান্ড্রুস সাইমনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা তাঁর সোশাল মিডিয়ায় মেঘালয় বিধানসভার স্পিকার পদে মনোনীত থমাস এ সাংমাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে থমাস সাংমা তাঁর উপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য এনপিপি নেতৃত্বাধীন এমডিএ-০২ সরকার এবং মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিগত এমডিএ-০১ সরকার তাঁকে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করার জন্য অসংখ্য সুযোগ দিয়েছে।