গুয়াহাটি, ৭ মার্চ (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৃথ পৃথক অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং গুয়াহাটি সিটি পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে।
আজ মঙ্গলবার সকালে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আগরতলা-দিল্লিগামী তেজস এক্সপ্ৰেসে রুটিন তালাশি চালিয়ে ১ কেজি ৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে জিআরপি। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি। তিনি জানান, অবৈধ সোনা পাচারের অভিযোগে জিআরপি গ্রেফতার করেছে সম্পত রাও নামের এক চোরাকারবারিকে।
এদিকে অপর এক অভিযান চালিয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি সিটি পুলিশ ৩২০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে। সোনাগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই সোনা পাচারকারীকে।