ছয়গাঁওয়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা ভিনধর্মী প্রেমিক-যুগলের

কামরূপ (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : প্ৰেমিক-প্ৰেমিকার আত্মহত্যা। হোলির আনন্দের মধ্যে দক্ষিণ কামরূপের ছয়গাঁওয়ে এই অঘটনটি সংঘটিত হয়েছে৷ ছয়গাঁওয়ের বাটাকুসিতে গলায় ফাঁস জড়িয়ে আত্নহত্যা করেছে ভিনধর্মী প্রেমিক-যুগল।

আত্মহত্যার পথ বেছে নেওয়া যুবককে বাটাকুসি গ্রামের রাহুল আলি এবং বামুণীগাঁও চৌধুরীপাড়ার রাখিপ্ৰিয়া রাভা বলে পরিচয় শনাক্ত হয়েছে৷ দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছয়গাঁও থানার পুলিশ। পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে।