শিলচর (অসম), ৭ মার্চ (হি.স.) : নাবালিকার সঙ্গে কুকর্ম করে পুলিশের হাতে আটক হয়েছেন ৫৮ বছরের জনৈক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কাছাড় জেলার অরুণাচল পুলিশ ফাঁড়ির মাসিমপুর বালিঘাট দাসকলোনিতে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার পর স্থানীয়রা ১১ বছর বয়সি নাবালিকাকে নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হলে সঙ্গে সঙ্গে অভিযানে নামে পুলিশ। আটক করা হয় মাসিমপুর আর্মি ক্যান্টিনের কর্মী প্রদীপ দত্ত ওরফে অনু নামের ৫৮ বছর বয়সি ব্যক্তিকে। এর পর তার বিরুদ্ধে ধর্ষণের ধারা রুজু করে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
নাবালিকার মায়ের অভিযোগ, আজ সকালে তাঁরা বাইরের গেট বন্ধ করে এক আত্মীয়ের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের গেলে কুকর্ম ঘটায় প্রদীপ দত্ত। তিনি বলেন, জল পান করার উদ্দেশ্যে প্রথমে বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি। তখন তাঁদের মেয়ে তাকে জলের গ্লাস হাতে দেওয়ার সময় টানা-হ্যাঁচড়া শুরু করে দেয়। তিনি বলেন, তাঁর মেয়ে চিৎকার করে কাঁদছিল। এর পর কোনওভাবে তার কবল থেকে পালাতে সক্ষম হয় এবং দৌড়ে আত্মীয়ের বাড়িতে চলে আসে। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে ছুটে আসলে দেখেন প্রদীপ দত্ত গ্রামের রাস্তা ধরে পালিয়ে যাচ্ছে। এর পর ঘটনাটি তারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি জানাজানি হয়ে গেলে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। অভিযুক্ত প্রদীপ দত্তের ফাঁসির দাবিতে ঘেরাও করা হয় অরুণাচল পুলিশ ফাঁড়ি। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এর পর ঘটনা-খানেকের মধ্যে আটক করা হয় অভিযুক্তকে।