আমবাসা(ত্রিপুরা), ৬ মার্চ(হি. স.) : স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় আজ ধলাই জেলায় কমলপুর মহকুমায় বালিগাঁওয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় রাজনৈতিক সন্ত্রাসের গন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। কারণ, ওই ছাত্রকে ছড়ার পাশে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার হয়েছে।
এলাকাবাসীসূত্রে খবর, এদিন বালিগাঁও এলাকার বাসিন্দা তথা পেশায় পুরোহিত ঝন্টু চক্রবর্তীর অষ্টম শ্রেণিতে পাঠরত সন্তান দীপেশ চক্রবর্তী একই এলাকায় গৃহশিক্ষকের বাড়ি পড়তে গিয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবক গৃহশিক্ষককে ফোন করেন। গৃহ শিক্ষক জানান অন্যদিনের তুলনায় কিছুটা আগেই বেরিয়ে গেছে দীপেশ। এরপরই তাঁকে খোঁজাখুজি শুরু হয়ে যায়। শেষপর্যন্ত গৃহশিক্ষকের বাড়ি থেকে অনেকটা দূরে স্থানীয় এক ছড়ার নীচে হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হয় দীপেশ।
দীপেশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা নৃপেন্দ্র দেবনাথ এবং সুমন দেবনাথ সহ আরো কয়েকজন এলাকাবাসী তাকে গৃহশিক্ষকের বাড়ি থেকে বেরোনো মাত্রই জোর তুলে নিয়ে গিয়েছিল। দীপেশের অভিভাবকদের পক্ষ থেকে কমলপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।