কলকাতা, ৬ মার্চ (হি. স.) : বকেয়া ডিএ প্রদান, শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্যদের পক্ষ থেকে ১০ মার্চ সরকারি কর্মীদের যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম।
সোমবার সংগঠনের পশ্চিমবঙ্গ-র সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস এক বিবৃতি জানান, “অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, সরকারি কাজে যুক্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্যদের পক্ষ থেকে আগামী ১০ মার্চ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট অত্যন্ত ন্যায়সঙ্গত এবং ব্যাঙ্ক সহ অন্যান্য বহু ক্ষেত্রের কর্মচারীদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আমরা মনে করি, ডিএ কোনও ভিক্ষা নয়, এ হল কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার। সরকার অধিকার ভুলিয়ে মানুষকে অনুগ্রহ-প্রত্যাশী করে তুলতে চাইছে। বহু শূন্য পদ পূরণ হচ্ছে না। যেটুকু নিয়োগ হচ্ছে তাও দুর্নীতির মোড়কে। নিয়োগ দুর্নীতি রাজ্যের গৌরবকে ক্রমাগত কালিমালিপ্ত করছে।
‘স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ’, ‘সম কাজে সম বেতনে’র ধারণা – এই সরকারের কাছে মূল্যহীন। সে কারণে সংগ্রামী যৌথ মঞ্চ উত্থাপিত এই দাবিগুলি ন্যায়সঙ্গত এবং এই সব দাবিতে ডাকা ধর্মঘটকে আমরা পূর্ণ সমর্থন জানাই। এই সব দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাসাধিক কাল ধরে শহীদ মিনারের পাদদেশে তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
একই দাবিতে একই মঞ্চে বেশ কিছু কর্মচারী অনশনেও সামিল হয়েছেন। সরকারের এ নিয়ে কোন হেলদোল নেই। উল্টে আন্দোলন ভেঙ্গে দেওয়ার জন্য তারা নানা কৌশল অবলম্বন করছে। সে কারণে আন্দোলনকারীরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হয়েছেন।
আমরা আশা করব, কালবিলম্ব না করে রাজ্য সরকার উপরিউক্ত ন্যায়সঙ্গত দাবিগুলি মেনে নেবেন; নয়ত, সমস্ত প্রতিকুলতাকে জয় করে সরকারি কর্মচারী, সরকারি কাজে যুক্ত অস্থায়ী কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সরকার পোষিত সংস্থার কর্মচারীরা এই ধর্মঘটকে সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন। এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য আমরা ব্যাঙ্ক কর্মচারী সহ সমস্ত বিবেকবান, শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই।”