দেগঙ্গা, ৬ মার্চ (হি. স.) : বাজারে মাল সরবরাহ করাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর এলাকা। ঘটনায় দুইপক্ষের দু’জন আহত হন।একজন বিশেষভাবে সক্ষম এক আইএসএফ কর্মীকে মারধর কর হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এক তৃণমূল কর্মীকে আইএসএফ কর্মীরা লাঠি নিয়ে মারধর করেছে বলে অভিযোগ।
আক্রান্ত তৃণমূল কর্মী বাবুসোনা মণ্ডলের অভিযোগ, ১১ জন আইএসএফ কর্মী মিলে তাঁকে মারধর করেছে। এদিকে আইএসএফ কর্মী ঝন্টু মণ্ডলের পরিবারের অভিযোগ তিনি আইএসএফকে সমর্থন করেন বলেই তাঁর উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। দেগঙ্গা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর পুলিশ পিকেট বসানো হয় এলাকায়। সোমবার দেগঙ্গা থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, বাজারে মাল সরবরাহ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। এর মধ্যে রাজনীতি নেই।

