আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার করিমগঞ্জে বিভিন্ন কার্যসূচি

করিমগঞ্জ (অসম), ৫ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ৬ মার্চ সোমবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় জেলা গ্রন্থাগার ভবনে মহিলা সবলীকরণের উপর এক বক্তৃতা কার্যক্ৰম অনুষ্ঠিত হবে। তার পর বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে মহিলাদের অবদানের সম্মাননা প্রদান। পাশাপাশি থাকবে মহিলা আত্মসহায়ক গোষ্ঠীদের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়।

এদিন বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১১-টায় রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ে ‘’পূর্ণা’ নামের এক চলচ্চিত্র প্রদর্শিত করা হবে বলে সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *