শিলচর (অসম), ৫ মার্চ (হি.স.) : দোলযাত্রা এবং হোলি উপলক্ষ্যে কাছাড়ের জেলাশাসক আগামী ৮ মার্চ জেলায় এনআই অ্যাক্ট অনুসারে স্থানীয় ছুটি ঘোষণা করেছেন।
জেলাশাসকের এই ঘোষণায় ৮ মার্চ সমগ্র জেলায় রাজ্য সরকারের সব কার্যালয়, আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে এই আদেশে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত সরকারি বিভাগ, শিক্ষা পর্ষদ ও পরিষদ এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত পরীক্ষার ক্ষেত্র সহ নিযুক্তি সংক্রান্ত কোনও সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বলা হয়েছে জেলাশাসকের বিজ্ঞাপিত ঘোষণায়।