মোদীজির নেতৃত্বে মহান পুনর্জীবনের যাত্রা শুরু করেছে ভারত : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহান পুনর্জীবনের যাত্রা শুরু করেছে ভারত। টুইটে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু। রবিবার পৃথক দু’টি টুইট করে কিরেণ রিজিজু লিখেছেন, টুকড়ে-টুকড়ে গ্যাংয়ের সদস্যদের আরও ভালভাবে বোঝা উচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহান পুনর্জীবনের যাত্রা শুরু করেছে ভারত। ভারতের জনগণ তাঁদের উপযুক্ত জবাব দেব।

অপর টুইটে কিরেণ রিজিজু লিখেছেন, এই দলগুলি ভারতের বিরুদ্ধে সম্মুখ আক্রমণ চালাতে ভারত-বিরোধী বিদেশী সত্তার সক্রিয় সমর্থন পায়। পদ্ধতিগতভাবে তাঁরা ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সরকার, বিচার বিভাগ এবং প্রতিরক্ষা, নির্বাচন কমিশন, তদন্তকারী সংস্থার মতো সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলির বিশ্বাসযোগ্যতাকে আক্রমণ করছে।