নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরী ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা শনিবার বিকেল সাড়ে চারটায় খোয়াই ডাক বাংলায় বৈঠক করলেন খোয়াই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে৷ ওনার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক ডি কে চাকমা, জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন৷ শনিবার বিকেল মুখ্যমন্ত্রী হেলিকপ্ঢারে করে খোয়াই বিমানবন্দর মাঠে অবতরণ করেন৷ সেখান থেকে তিনি সোজা চলে যান খোয়াই ডাক বাংলায়৷ সেখানে তিনি বৈঠক শেষ করে ৪টা ৪৫ মিনিটে সিপাহীজলার উদ্দেশ্যে রওনা হন৷
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন সন্ত্রাসকারীদের বিরুদ্ধে৷ তিনি বলেন ভোট গ্রহণ এবং ভোট গণনা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন হওয়াতে অনেকেরই তা সহ্য হচ্ছে না৷ তিনি বলেন বিরোধীদল গুলো গুজব ছড়াচ্ছে উস্কানি দিচ্ছে এবং আরো কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা চালাচ্ছে শান্তিপ্রিয় ত্রিপুরার পরিবেশ অশান্ত করে তুলতে৷ মুখ্যমন্ত্রী বলেন যারা এই ধরনের ঘটনা সংগঠিত করছে তাদের কাউকেই ছাড়া হবে না৷ এখন পর্যন্ত সারা রাজ্য ২০০ জন দুষৃকতীকে গ্রেফতার করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন শান্তিপ্রিয় ত্রিপুরার পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে কাদের হাত রয়েছে তা রাজ্যের মানুষ ভালো করে জানেন৷ সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন ধরনের অপপ্রচারের পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক টেকনোলজির মাধ্যমে তাদেরকে চিহ্ণিত করা হচ্ছে৷ তিনি বলেন শান্তিপ্রিয় ত্রিপুরার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা হচ্ছে খুব শীঘ্রই৷
2023-03-04