এগিয়ে চলো ক্রিকেট কোচিং সেন্টারে নতুন শিক্ষার্থী নিয়োগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। ভর্তি করানো হবে নতুন শিক্ষার্থী। রাজ্য ক্রিকেট সংস্থা অনুমোদিত এগিয়ে চলো সঙ্ঘ ক্রিকেট কোচিং সেন্টারে। সে সকল শিক্ষার্থী সেন্টারে প্রশিক্ষণনিতে ইচ্ছুক তাদের ক্লাব গৃহ থেকে ফর্ম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স ছেলেদের বিভাগে ৭-‌১৪ বছর এবং মেয়েদের ক্ষেত্রে উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিনিদিন সকাল ৯ টায় থেকে রাত ৮ টা পর্যন্ত ক্লাব গৃহে ফর্ম পাওয়া যাবে। ফর্ম জমা দিতে হবে ১৫ মার্চের মধ্যে। রাজ্যের ঐতিহ্যবাহী মেলারমাঠের ওই ক্লাবের সাধারন সম্পাদক সুমন্ত গুপ্ত এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। প্রসঙ্গত:‌ সদ্য সমাপ্ত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে সেরা হওয়ার পাশাপাশি গেও ২ বছর ধরে মহিলা ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়ে আসছে ওই ক্লাবটি।