আগরতলা, ২ মার্চ (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে পোস্টাল ব্যালটের পাশাপাশি ইভিএমের ভোট গণনাও শুরু হয়ে গেছে। নিয়ম মেনে পোস্টাল ব্যালট দিয়েই গণনা শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে ইভিএমের ভোট গণনাও শুরু হয়ে গেছে। গণনা কেন্দ্রের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় ২৫৯ জন, মেঘালয়ে ৩৬৯ জন এবং নাগাল্যান্ডে ১৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা কর্মীরা কঠোর টহলদারি জারি রেখেছে। পোস্টাল ব্যালটে গণনা শুরু হলেও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সম্ভাব্য ফলাফলের ঘোষণা দেয়নি।
ত্রিপুরায় আজ সকালেই বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র এবং রাজ্যের নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং-কে সাথে নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মোহনপুরে বিজেপি প্রার্থী শিক্ষামন্ত্রী রতন লাল নাথও সকালেই মন্দিরে পূজা দিয়েছেন।
প্রাথমিক খবরে জানা গেছে, ত্রিপুরায় বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা, সুরজিত দত্ত এবং কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন এগিয়ে রয়েছে। কমিশন সুত্রে খবর, পোস্টাল ব্যালটে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে।