নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): সংলাপ ও কূটনীতির মাধ্যমেই ইউক্রেন সঙ্ঘাত সমাধান করা যেতে পারে। ফের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত আগেও স্পষ্টভাবে এই কথা বলেছে, শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই ইউক্রেন সঙ্ঘাত সমাধান করা যেতে পারে।
বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যৌথ প্রেস বিবৃতি দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইতালির সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানাই। এটা আনন্দের বিষয় যে ইতালি ইন্দো-প্যাসিফিক মহাসাগর উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।