ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিজেপি, সমানে চলছে তিপরা মথা ও বাম-কংগ্রেস

আগরতলা, ২ মার্চ : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন পর্যন্ত গণনায় বিজেপি ২৭, তিপরা মথা ১১টি এবং বামফ্রন্ট ও কংগ্রেস ১৭ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্য ২টি আসনে এগিয়ে গেছে। হেভিওয়েট প্রার্থীর মধ্যে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এগিয়ে রয়েছে। কিন্তু, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর আসনে পিছিয়ে রয়েছেন।   

প্রসঙ্গত, ত্রিপুরায় আজ সকালেই বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্র এবং রাজ্যের নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং-কে সাথে নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে প্রার্থী মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মোহনপুরে বিজেপি প্রার্থী শিক্ষামন্ত্রী রতন লাল নাথও সকালেই মন্দিরে পূজা দিয়েছেন।