নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ নেশা সামগ্রী বিক্রি করতে এসে জনতার হাতে আটক এক যুবক৷ ঘটনা বুধবার রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায়৷ এরপর খবর দেয়া হয় পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ৷ নেশা সামগ্রী বিক্রি করতে আশা যুবককে নিজেদের হেপাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন যাবত লালমাটিয়া সহ আশপাশের এলাকায় নেশা সামগ্রীর রমরমা চলছে৷ এতে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ৷ যুব সমাজ ধবংসের পথে যাচ্ছে৷ কিন্তু পুলিশ তাদের বাগে আনতে পারছে না৷ অবশেষে এদিন নজরে রেখে এক যুবককে আটক করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ টি ব্রাউন সুগারের কৌটা৷ আটক যুবকের নাম অভি সাহা, বাড়ি সুভাষনগর এলাকায়৷ সে জানায় বনকুমারীর এক ব্যক্তি তাকে এই নেশা সামগ্রী পৌঁছে দিতে বলেন৷ বিনিময়ে ২০০ টাকা পাবে সে৷ আর তা দিতে এসেই জনতার হাতে আটক হয় অভি৷ এলাকার সুজিত নামে এক ব্যক্তির কাছে এই নেশা সামগ্রী পৌঁছে দিতে এসেছিল অভি৷ একই সঙ্গে আটক করা হয় বাইক৷
2023-03-01