অসম থেকে পলাতক করিমগঞ্জের দুই মাদক পাচারকারী গ্রেফতার মিজোরামে

আইজল, ৩১ জানুয়ারি (হি.স.) : অসম থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড দুই মাদক পাচারকারীক মিজোরামে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের যথাক্রমে করিমগঞ্জ জেলার কেউটি গ্রামের বাসিন্দা জনৈক খিরু উদ্দিনের ২৯ বছরের ছেলে সাজিদ আহমেদ এবং কাসিম আলির বছর ৩৭-এর ছেলে আবদুল মতিন বলে পরিচয় পাওয়া গেছে। উভয়কে আজ মঙ্গলবার মিজোরামের লুংলেই জেলার সেরকাউন থেকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসমের কাছাড় জেলান্তর্গত ধলাই থানায় এনডিপিএস-এর ২২ (সি)/২৯ ধারায় সাজিদ আহমেদ এবং আবদুল মতিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত রয়েছে।

জানা গেছে, অসমের ধলাই থানা থেকে পুলিশের দল গ্রেফতারকৃত মোস্ট ওয়ান্টেড দুই মাদক পাচারকারীকে হেফাজতে নিতে আসছে।

প্রসঙ্গক্রমে সূত্রটি আরও জানিয়েছে, গত ২৯ জানুয়ারি মিজোরাম পুলিশ মাদক চোরাচালানের অভিযোগে হ্লিমেনের লালসাভুঙ্গা পার্ক থেকে দুজনকে গ্রেফতার করেছিল। সেদিন যাদের গ্রেফতার করা হয়েছিল তারা অসমের চুন্নেঙ্গির হালাম এবং মেঘালয়ের হেনরি রংলং। গোপন এক তথ্যের ভিত্তিতে সিআইডি (এসবি)-র অভিযানকারী দল চুন্নেঙ্গির হালামের হেফাজত থেকে ৩.১৭১ কেজি গাঁজা উদ্ধার করেছিল।