সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা বিশ্ব ভারতের কথা গুরুত্ব সহকারে শুনছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে বর্তমানে সমগ্র বিশ্ব ভারতের কথা মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনছে। সংসদের সেন্ট্রাল হলে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে উভয় সভার যুগ্ম অধিবেশনে অভিভাষণ দেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, বর্তমানে গোটা বিশ্ব বোঝে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান। এই কারণেই সন্ত্রাসবাদের ইস্যুতে ভারতের কথা গুরুত্ব সহকারে শুনছে বিশ্ব।

ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, এই বছর জি-২০-র সভাপতিত্ব ভারতের কাছে। জি-২০-র সমস্ত সদস্য রাষ্ট্রের পাশাপাশি, ভারতের লক্ষ্য বিশ্ব সমস্যার সমাধান খুঁজে বের করা। রাষ্ট্রপতি বলেছেন, বর্তমানে ভারত একদিকে যেমন যোগ এবং আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে, ‘বিশ্বের ফার্মেসি’ হিসেবে নতুন পরিচয় বাড়াচ্ছে। একদিকে ভারত নিজস্ব তীর্থস্থান এবং ঐতিহাসিক ঐতিহ্যের উন্নয়ন করছে, অন্যদিকে, ভারত বিশ্বের একটি বড় মহাকাশ শক্তি হয়ে উঠছে।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “স্বাধীনতার অমৃতকালে দেশ এগিয়ে যাচ্ছে পাঁচ প্রতিজ্ঞার অনুপ্রেরণায়। আমার সরকার ক্রমাগত চেষ্টা করছে দাসত্বের প্রতিটি চিহ্ন, প্রতিটি মানসিকতা থেকে মুক্তি পেতে। যেটা এক সময় মহাসড়ক ছিল, সেটা এখন কর্তব্য পথে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেছেন, সরকারের নতুন উদ্যোগের ফলে আমাদের প্রতিরক্ষা রফতানি ৬ গুণ বেড়েছে। আমি গর্বিত যে এখন আইএনএস বিক্রান্তের আকারে প্রথম দেশীয় বিমানবাহী রণতরীও আমাদের নৌবাহিনীতে যোগ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *