শিলিগুড়ি, ৩১ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বল (এসএসবি)- এর 8 নম্বর ব্যাটালিয়ন তিনটি গবাদি পশুসহ এক যুবককে আটক করেছে। ধৃত যুবকের নাম মহম্মদ নজরুল। মঙ্গলবার এসএসবি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নকশালবাড়ি থানায় মহম্মদ নজরুলকে হস্তান্তর করেছে।
এসএসবি সূত্রে জানা গেছে, নেপাল থেকে ভারতে আসার সময় সোমবার রাতে নকশালবাড়ির বড় মণিরাম জোত এলাকায় গরুসহ ধরা পড়ে ওই যুবক। যুবকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তিনি দেখাতে পারেননি। ধৃত যুবককে এদিন নকশালবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।