নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেছেন, রাষ্ট্রপতির অভিভাষণ আসলে নির্বাচনী বক্তৃতা ছিল।রাষ্ট্রপতির অভিভাষণ প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী থারুর বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, কিন্তু দেখে মনে হচ্ছে বিজেপি সরকার তাঁর মাধ্যমে পরবর্তী নির্বাচনী প্রচার চালাচ্ছে।কংগ্রেস সাংসদ শশী থারুর আরও বলেছেন, সমগ্র বক্তৃতাটি ছিল একটি নির্বাচনী ভাষণের মতো, যা সরকার করেছে তা প্রশংসীত করার চেষ্টা করা হয়েছে। যেক্ষেত্রে সরকার ভালো করেনি, সেগুলি তিনি এড়িয়ে গিয়েছেন।
2023-01-31