শিলং, ৩১ জানুয়ারি (হি.স.) : মেঘালয় বিধানসভা ভোটের আগে ৭০০ জনের বেশি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন।
এদিকে, রাজ্যের রানিকর থেকে নির্বাচিত পাঁচবারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার এনপিপি নেতা মার্টিন এম ড্যাংগোও বিজেপিতে যোগ দিতে দু পা এগিয়ে রেখেছেন। হিন্দুস্থান সমাচার-কে ড্যাংগো বলেছেন, তিনি বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইতিমধ্যে তাঁর নিজের (এনপিপি) অনুগামীদের মতামত নিয়ে বিজেপির প্রদেশ নেতৃবর্গকে তাঁর সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েও দিয়েছেন। এখন বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করছেন। প্রাক্তন বিধায়ক ড্যাংগো বলেন, কংগ্রেস, টিএমসি এবং অন্যরাও তাঁর কাছে গিয়েছিলেন।
ড্যাংগো বলেন, অতি সম্প্রতি শিলং ক্লাবে আয়োজিত এক বৈঠকে তাঁকে তাঁর সমর্থক এবং নেতারা (এনপিপি দলের) এনপিপি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেছিলেন। তিনি বলেন, ২০১৮ সালে তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য মোটেও অনুশোচনা করেননি৷ কারণ লক্ষ্য ছিল, তাঁর এলাকাকে সিভিল সাবডিভিশনে উন্নীত করা, যা তিনি তাঁর পদত্যাগের মাধ্যমে অর্জন করেছেন৷
এদিকে গতকাল শিলঙের বিভার রোডে দলের প্রদেশ কার্যালয়ে বিজেপি নেতারা কয়েকশো এনপিপি-কর্মীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দলের সদস্য করেছেন।

