দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে উভয় সভার যুগ্ম অধিবেশনে অভিভাষণ দেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, ‘গরিব হটাও’ এখন আর শুধু স্লোগান নয়। আমার সরকার দরিদ্রদের সমস্যার স্থায়ী সমাধান এবং তাঁদের ক্ষমতায়নের জন্য কাজ করছে। রাষ্ট্রপতির কথায়, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের সবচেয়ে বড় শত্রু হল দুর্নীতি, আমার সরকারের এ বিষয়ে স্পষ্ট অভিমত। পলাতক অর্থনৈতিক অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য, আমার সরকার পলাতক অর্থনৈতিক অপরাধী আইন পাস করেছে।
রাষ্ট্রপতি বলেছেন, আমার সরকার তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আকাঙ্খা জাগ্রত করেছে। এখন মৌলিক সুযোগ-সুবিধা তাঁদের কাছে পৌঁছে যাওয়ায়, তাঁরাও নতুন স্বপ্ন দেখতে পারছেন। রাষ্ট্রপতি আরও বলেছেন, বিশ্বের যেখানেই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে, সেই সমস্ত দেশ ব্যাপক সঙ্কটে ঘেরা। কিন্তু আমার সরকার জাতীয় স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তার কারণে ভারত অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
রাষ্ট্রপতি বলেছেন, “আমার সরকার কোনও বৈষম্য ছাড়াই সমাজের প্রতিটি শ্রেণীর জন্য কাজ করেছে। গত কয়েক বছরে সরকারের প্রচেষ্টার ফলস্বরূপ, অনেক মৌলিক সুবিধা হয় ১০০ শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছেছে অথবা সেই লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছে। উল্লেখ্য, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষ করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং অন্যান্য সাংসদদের শুভেচ্ছা জানিয়েছেন৷