সি.কে নাইডু ট্রফি : বাংলার পর এম.পি-তেও ভরাডুবি ত্রিপুরা

মধ্য প্রদেশ-২৪৯ ও ২৫৫
ত্রিপুরা- ১২০ ও ১৭৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। চার দিনের ম্যাচ ৩ দিনেই শেষ। বাংলার পর মধ্যপ্রদেশের কাছে পরাজয়টা যেন আরো কিছুটা বেদনাদায়ক। মরশুমের দ্বিতীয় পরাজয় ত্রিপুরার। পঞ্চম ম্যাচের মাথায়। দুই ইনিংসেই মূলতঃ ব্যাটিং ব্যর্থতার কারণে। আর এই দুটি পরাজয় শীর্ষ স্থান থেকে নীচে নামিয়ে আনলো রাজ্যদলকে। ত্রিপুরা পরাজিত হয় ২০৮ প্রাণের বড় ব্যবধানে মধ্যপ্রদেশের কাছে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নিমখেদার এমপি ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার তৃতীয় দিনে মধ্যপ্রদেশ ২৬৯ রানে এগিয়ে চার উইকেট হাতে নিয়ে খেলা শুরু করেছিল। মধ্যপ্রদেশ ওই চার উইকেটে ১১৫ রান যোগ করে তাদের দ্বিতীয় ইনিংস ২৫৫ রানে শেষ করে। অতঃপর দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৪ রানের। ত্রিপুরার ব্যাটিং অবস্থা তথৈবচ। ৪৭ ওভার 2 বল খেলতেই ত্রিপুরার ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ১৭৬ রানে। প্রত্যাশিতভাবেই মধ্যপ্রদেশ জয় ছিনিয়ে নেয় ২০৮ রানের ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে রাজ্য দলের সেন্টু সরকার  ৪২ রান, শ্রীদাম পাল, আনন্দ ভৌমিক, বিক্রম দেবনাথ কিছুটা চেষ্টা করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। মধ্যপ্রদেশের কমল ত্রিপাঠী একাই ৭টি উইকেট তুলে নেয় ৪৪ রানের বিনিময়ে। ঋষব চৌহান পেয়েছে তিনটি উইকেট। পরপর দ্বিতীয় ম্যাচে হেরে ত্রিপুরা এবার ৫ ফেব্রুয়ারি থেকে রাজস্থানের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচ খেলার পরিকল্পনায় হাত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *