ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। ধনিরামপুর প্লে সেন্টার ফাইনালে পৌঁছল। ফাইনালের দিনক্ষণ স্থির হয়নি, তবে খেতাবি লড়াইয়ে ধনীরামপুর প্লে সেন্টারকে কার বিরুদ্ধে লড়তে হবে সেটা স্থির হবে আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, বীর বিক্রম ক্লাব বনাম সোনামুড়া কোচিং সেন্টারের ম্যাচের মধ্য দিয়ে। সোনামুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আজ, মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ধনীরামপুর প্লে সেন্টার ২৩ রানের ব্যবধানে দশরথবাড়ি প্লে সেন্টারকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ধনিরামপুরের আরিয়ান দেববর্মার দুর্দান্ত বোলিং দশরথবাড়ির ব্যাটিং লাইনআপকে রুখে দেয়। খেলা ছিল সোনামুরা স্পোর্টিং এসোসিয়েশন গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে দশরথবাড়ি প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ধনীরামপুর প্লে সেন্টার ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সীমিত ৪০ ওভারের ম্যাচে কুড়ি ওভার ১ বল খেলে ৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অঘোর দেববর্মার সর্বাধিক ১৪ রান উল্লেখ করার মতো। দশরথবাড়ী প্লে সেন্টারের আপন দেববর্মা ৬ রানে চারটি এবং প্রোজম দেববর্মা ১৫ রানে তিনটি উইকেট তুলে নেয়। তাছাড়া মনীষ দেবনাথ দুটি ও রাহাত উদ্দিন একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে দশরথবাড়ি প্লে সেন্টারের ছেলেরা লো স্কোরিং টার্গেট সত্ত্বেও ব্যাটার্সরা ব্যর্থতার পরিচয় দেয়। ধনীরামপুরের আরিয়ানের পাশাপাশি সমর, অর্জুন ও বান্টির বোলিং দাপটে দশরথ বাড়ির ছেলেরা বেশিদূর এগোতে পারেনি। কুড়ি ওভার চার বল খেলে দশরথবাড়ি মাত্র ৪০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রকাশ ত্রিপুরার ১১ রান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। ধনিরামপুরের আরিয়ান দেববর্মা একাই পাঁচটি উইকেট তুলে নেয় ছয় রানের বিনিময়ে। এর সুবাদে দল একদিকে যেমন জয় পায় অপরদিকে আরিয়ান প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, সমর দেববর্মা, আর্জু দেববর্মা দুটি করে এবং বান্টি দেববর্মা একটি উইকেট পেয়েছিল।