নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তবুও বললেন, বেকারত্ব নিয়ে কিছুই ছিল না অভিভাষণে। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “সরকারের বিরুদ্ধে অনেক ইস্যু রয়েছে। আমরা একের পর এক এই বিষয়গুলি সংসদে উত্থাপন করব। রাষ্ট্রপতির ভাষণে বেকারত্ব নিয়ে কিছু ছিল না। আমরা এবং নাগরিকরা শুধু সরকারের ব্যর্থতা দেখতে পাচ্ছি। তাঁরা শুধু বলে, কিন্তু করে না।”
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আরও বলেছেন, “রাষ্ট্রপতির ভাষণ আসলে সরকার কী চায় এবং কী করে তা পুনর্ব্যক্ত করে ৷ স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি সরকারের বক্তব্য উপস্থাপন করেন। তারপরও আমরা রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করি। সদনে যখন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হবে, তখন আমরা আমাদের মতামত তুলে ধরব।”