ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। ঘুরে দাঁড়ালো তেলিয়ামুড়া। জয় দিয়ে লীগ অভিযান শেষ করে, গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে, এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে তেলিয়ামুড়া মহকুমা দল। শেষ ম্যাচে জিরানিয়াকে হারানোর স্বাদ নিয়েই ঘরে ফিরছে তারা। টিসিএ আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেট গ্রুপে এ-বিভাগের ম্যাচে আজ, সোমবার খেলা ছিল অমরপুরের রাঙ্গামাটি মাঠে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জিরানিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩২ ওভার ৫ বল খেলে জিরানিয়া ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ দেবনাথ সর্বাধিক ৩৬ রান পায়। তেলিয়ামুড়ার দুর্লভ রায় ত্রিশ রানে চারটি এবং অর্জুন দাস ২৭ রানে ৩টি উইকেট পেয়েছে। এছাড়া, শুভঙ্কর দেবনাথ পেয়েছে দুটি উইকেট ৩১ রানের বিনিময়ে। পাল্টা ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ২২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনের রান সংগ্রহ করে নেয়। মূলতঃ মিন্টু দেবনাথের অনবদ্য ৫৪ রান এবং শুভঙ্কর দেবনাথের অপরাজিত ৫১ রান দলকে জয় এনে দেয়। মিন্টু ৫৪ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৫৪ রান পায়। শুভঙ্কর ৫৬ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫১ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় ৫১ রান সংগ্রহ করে দলকে জয়ে পৌছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেই।
2023-01-30