চন্ডীগড়, ৩০ জানুয়ারি (হি.স.): ভারতের জি-২০ সভাপতিত্বের অধীনে প্রথম আন্তর্জাতিক আর্থিক কাঠামো ওয়ার্কিং গ্রুপের সভা সোমবার চণ্ডীগড়ে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী পশুপতি কুমার পরস। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞান ও উদ্ভাবনের কারণে ভারত দ্রুত উন্নতি করছে, কারণ উভয়ই ভারতের ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
ভারতের জি-২০ সভাপতিত্বের থিম, “বসুধৈব কুটুম্বকম” অথবা ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’, সকলের জন্য ন্যায়সঙ্গত উন্নয়ন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, জি-২০ আয়োজন করা ভারতের সমস্ত নাগরিকের জন্য একটি গর্বের মুহূর্ত, একইভাবে আমরা এই ঐতিহাসিক উপলক্ষের সঙ্গে আসা দায়িত্ব সম্পর্কে ভালভাবে সচেতন। মন্ত্রী নরেন্দ্র সিং তোমর উল্লেখ করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, জলবায়ু লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য এবং কোভিড-পরবর্তী বৃদ্ধির পথে ফিরে আসার জন্য ভারতকে প্রশংসা করা হয়েছিল। কৃষিমন্ত্রী বলেন, জি-২০-র অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী, কর্মমুখী এবং সিদ্ধান্তমূলক এজেন্ডার মাধ্যমে আমরা ‘বসুধৈব কুটুম্বকম’-এর প্রকৃত চেতনা প্রকাশ করার লক্ষ্য নিয়েছি।