ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। শেষ দিকে টানা জয় এডি নগর প্লে সেন্টারের। জয় দিয়ে লীগ অভিযান শেষ করে, গ্রুপে চতুর্থ স্থান অর্জন করে, এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে এ.ডি নগর। শেষ ম্যাচে এগিয়ে চলো সংঘকে হারানোর স্বাদ নিয়েই ঘরে ফিরছে তারা। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের এ-গ্রুপে আজ, সোমবার খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভার খেলে ১৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমিত সরকার সর্বাধিক ৬৪ রান পায়। এডি নগরের শুভ্রজিত শর্মা ৩৮ রানে চারটি এবং উপলক্ষ দে ২৯ রানে ২টি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ৯ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মূলতঃ ঋদ্ধিমান দাসের অপরাজিত ৫২ রান এবং সুশোভন চক্রবর্তীর ৩৪ রানের সুবাদে এডি নগর প্লে সেন্টার জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এগিয়ে চলোর অমিত সরকার ২৬ রানে দুটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের বোলার শুভ্রজিত শর্মা প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।
2023-01-30