ছত্তিশগড়-১৩১
ত্রিপুরা-১৩৫/৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। রবিবার নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা ৪ উইকেটে পরাজিত করলো ছত্তিশগড়কে। জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বরোদা ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পায় ত্রিপুরা। রাজ্যদলের তিন বোলার অন্নপূর্ণা দাস, সুরভি রায় এবং প্রীয়াঙ্কা আচার্য-র দাপটে ত্রিপুরার জয় সহজ হয়। ছত্তিশগড়ের ১৩১ রানের জবাবে ত্রিপুরা ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আসরে ৬ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়েছে ত্রিপুরা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চাপে পড়ে যায় ছত্তিশগড়। ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ছত্তিশগড়ের ব্যাটসম্যান-রা। একসময় ২৭ রানে ৫ উইকেট হারিয়ে দল ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় শিল্পী সাহু এবং কৃতি গুপ্তা রুখে দাঁড়ান। ওই জুটি ৬২ বল খেলে ৬৮ রান যোগ করে দলকে লড়াউ করার জায়গায় নিয়ে যান। শিল্পী ৫৫ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং কৃতি ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। শেষ দিকে মনপ্রীত কৌড় ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ছত্তিশগড় ২৫.৫ ওভার ১৩১ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে দলনায়িকা অন্নপূর্ণা দাস (৪/২৩), সুরভি রায় (৪/৪০) এবং প্রীয়াঙ্কা আচার্য (২/৩৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ৩৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সপ্ত উইকেটে দলনায়িকা আন্নপূর্ণা এবং মামন রবিদাস ৪৬ বল খেলে ৪০ রান যোগ করে দলকে জয় এনে দেন। অন্নপূর্ণা ২৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং মামন ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে সুলক্ষণা রায় ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, অম্বেষা দাস ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯,মৌচৈতি দেবনাথ ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, অম্বিকা দেবনাথ ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ঋজু সাহা ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ছত্তিশগড়ের পক্ষে সঞ্জীতা প্যাটেল (৪/২১) এবং উর্মিলা হারিনা (২/৩১) সফল বোলার।