ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। দ্বিতীয জয় পেলো শুভায়ন দাস। তামিলনাড়ুর হুসোরে অনুষ্ঠিত ১১ তম এম পি এ অনূর্ধ্ব-৭ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায়। আসরে ত্রিপুরা থেকে একমাত্র অংশ নিয়েছে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু শুভায়ন। শুক্রবার দুই রাউন্ড হবার পর শনিবারও আরও দুই রাউন্ডের খেলা হয়। প্রথম রাউন্ডে তামিলনাড়ুর কনথ বিজয়ের সঙ্গে পরাজিত হওয়ার পর শুক্রবার বিকেলে তামিলনাড়ু-ই জনি টমকে অনায়াসেই পরাজিত করে। শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের কৌশল কার্তিকেয় নাইডু পেনিরেড্ডির সঙ্গে প্রায় আড়াই ঘন্টা লড়াই করে পরাজিত হয় সে। বিকেলে অবশ্য তামিলনাড়ুর দাবাড়ু মিথিল প্রসন্নকে পরাজিত করে শুভায়ন। ৪ রাউন্ড শেষে শুভায়নের পয়েন্ট ২।আজ সকালেপঞ্চম এবং বিকেলে ষষ্ঠ রাউন্ডের খেলা হবে।
2023-01-28