প্রস্তুতি চূড়ান্ত : কুমিল্লা একাদশ আসছে আজ, প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামীকাল কুমিল্লা জেলা ফুটবল একাদশ সোনামুড়া সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করবে। ৩০ জানুয়ারি বেলা ২:০০ থেকে স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে ত্রিপুরা ফুটবল একাদশের সঙ্গে। ত্রিপুরা ফুটবল একাদশও ইতিমধ্যে গঠন করা হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনের আগে টিএফএ- র বর্তমান কার্যকরী কমিটি কথা দিয়েছিল, বহি:রাজ্য বা প্রতিবেশী বাংলাদেশ থেকে ফুটবল টিম এনে ত্রিপুরা দলের সঙ্গে খেলা করানোর মাধ্যমে এই ফুটবল গ্রাউন্ড আনুষ্ঠানিক উদ্বোধন করানো হবে। কার্যত সেটাই এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। এদিকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কুমিল্লা জেলা ফুটবল একাদশ তথা ৩৫ সদস্যের বহিঃদেশীয় দল আগামীকালই দুপুরে সোনামুড়া সীমান্ত দিয়ে আগরতলায় আসবে। তাদের মধ্যে ২০ জন ফুটবলার রয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আগত ফুটবলার ও কর্মকর্তাদের আগরতলায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে থাকার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় পর এ ধরনের একটি আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে ম্যাচটি ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে লাইভ টেলিকাস্টের ও চিন্তা করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচটি আগামীকাল হওয়ার কথা ছিল। কিন্তু ভিসার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে নিতে হয়েছে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। এই প্রদর্শনী ম্যাচ দেখতে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা প্রতি টিকিট। ফুটবলারদের জন্য অবশ্য কুড়ি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *