কল্যাণপুরে বিজেপি প্রার্থীকে নিয়ে দলীয় কর্মীদের মিছিল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ জানুয়ারী৷৷ কল্যাণপুরে মিছিল করলো বিজেপি দল৷ শনিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই এবং পুনরায় বিজেপি থেকে বিধায়ক পিনাকী দাস চৌধুরী মনোনীত হওয়ায় বিজেপির সমর্থকরা বাধ ভাঙ্গা উচ্ছাসে ফেটে পরেন৷ বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরীকে নিয়ে এক সুবিশাল মিছিল বের হয়৷ মিছিলটি শুরু হয় রতিয়া সুকল মাঠ থেকে৷ সেখান থেকে স্মরণজয় সুকলের পাশ দিয়ে কল্যাণপুর সেতু হয়ে বাজারের মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়৷ মানুষের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো৷ মোটর স্ট্যান্ডে মিছিলকে সম্বোধন করে বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরী বলেন বামপন্থীরা হলো বিষাক্ত৷ কারণ ১৯৯৬ সালে তাদের আমলে সংঘটিত বাজার কলোনীর গণহত্যা কল্যাণপুরের মানুষ ভুলে যায়নি৷ এখন এরা আবার চক্রান্তে লিপ্ত৷ মানুষ এদের সমুচিত জবাব দেবে৷ তিনি বলেন, বিজেপি যে উন্নয়ন কল্যাণপুরে করেছে তার খতিয়ান নিয়েই বিজেপি মানুষের দরজায় যাচ্ছে৷ মানুষ সব জানে৷ তিনি বলেন বাম আমলের দলীয়তন্ত্র থেকে বেরিয়ে এসে রাজ্যের তথা কল্যাণপুরের কৃষ্টি সংসৃকতিকে পাল্টে দিয়েছে বিজেপি৷ এখন কোন সুবিধাভোগী কে মিছিল মিটিং এ হাঁটতে হয় না৷ রাজনীতির উর্ধে উঠে সবার জন্য কল্যাণপুরে কাজ হয়েছে উন্নয়ন এর৷ কল্যাণপুর কে এমন ভাবে সাজানো হয়েছে যার ফলে বিরোধীদের শিকড় সহ উপড়ে ফেলবে জনতা৷ আগামী ১৬ তারিখই ভোটের বাক্সে যার প্রতিফলন হবে৷ এদিনের মিছিলে ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, মন্ডল সভাপতি জীবন দেবনাথ, বিজেপি নেতা চয়ন রায় প্রমুখ৷ উল্লেখ্য পিনাকী দাস চৌধুরী ২০১৮ সালে বিজেপির টিকিটে দাঁড়িয়ে পূর্বতন সি পি আই এম বিধায়ক মনীন্দ্র দাস কে ৩১৪১ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো বিধায়ক হন৷ এবারের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের প্রার্থী করেছে মনীন্দ্র দাসকেই৷ এখন দেখার রাজনৈতিক লড়াই কতটুকু জমে উঠে৷ যদিও জাতীয় কংগ্রেস এখনও বাম প্রার্থীদের সমর্থনে ঝেড়ে কাশছে না৷