নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ জানুয়ারী৷৷ নির্বাচন এর প্রাক মুহূর্তে কল্যাণপুরের এডিসি এলাকা থেকে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে৷ নিখোঁজ গৃহবধূর নাম পঞ্চলতা নায়েক(৩২)৷ ঘটনার বিবরণে জানা গেছে গত পাঁচ দিন ধরে ওই মহিলার কোন খোঁজ পাচ্ছে না তার পরিবার৷ শেষ পর্যন্ত নিখোঁজ হবার তিন দিনের মাথায় কল্যাণপুর থানায় সব জানায় ওই গৃহবধূর স্বামী বিকাশ নায়েক৷ কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের নায়েকপাড়ায় এদের বাড়ি৷ হঠা১ করেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয় ওই মহিলা৷ তার স্বামী বিকাশ নায়েক জানান পারিবারিক কোন ঝামেলা বা কলহ তাদের ছিলো না৷ ওই দম্পতির চার কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে৷
2023-01-28

